শ্রীমঙ্গলে দেওয়ালের উপর থেকে ২০ কেজি ওজনের অজগর উদ্ধার
সংগ্রাম দত্ত: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ইছবপুর এলাকা থেকে প্রায় ২০ কেজি ওজনের একটি বিরল প্রজাতির অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে ঝোপঝাড় পরিষ্কারের সময় শ্রমিকরা দেওয়ালের উপর সাপটিকে দেখতে পান। আকস্মিকভাবে বিশাল আকৃতির অজগর সামনে পড়ায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত কাজ বন্ধ করে দেন।
ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল রেসিডেন্সিয়াল মডেল গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অসিত পাল ও শিক্ষক অনিক দেব বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এবং রিদন গৌড় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারকারীরা জানান, অজগরটির ওজন প্রায় ২০ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১২ ফুট।
পরবর্তীতে উদ্ধার করা অজগরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
এর আগের দিন রোববার (২৩ নভেম্বর) শ্রীমঙ্গলের নোয়াগাঁও গ্রামের একটি ধানক্ষেত থেকেও আরেকটি অজগর উদ্ধার করে একই ফাউন্ডেশন। দুটি অজগরই বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে, পরে সেগুলোকে বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল কুমার দেব সজল জানান, শ্রীমঙ্গল উপজেলার চারপাশজুড়ে হাওর, চা-বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ বিস্তীর্ণ বনাঞ্চল রয়েছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বনজ বৃক্ষ উজাড়, বসতি ও রিসোর্ট নির্মাণ, চা-বাগান সম্প্রসারণ এবং আনারস–লেবুর বাগান তৈরির ফলে বন্যপ্রাণীর আবাসস্থল সংকুচিত হচ্ছে। এতে খাদ্যের অভাবে অজগরসহ বিভিন্ন প্রাণী লোকালয়ে প্রবেশ করছে। ফলে প্রাণী আটকা পড়া, সড়কে চাপা পড়ে মারা যাওয়া কিংবা জনগণের আতঙ্কের সৃষ্টি—এ ধরনের ঘটনা বেড়ে গেছে।
তিনি আরও বলেন, গত দেড় দশকে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও স্থানীয় বন বিভাগ মিলে প্রায় ৮০০-র বেশি বন্যপ্রাণী উদ্ধার করে নিরাপদ আবাসস্থলে পুনর্বাসন করেছে।



















