শ্রীমঙ্গলে পাঁচ দিনের ব্যবধানে তিনটি অজগর সাপ উদ্ধার
সংগ্রাম দত্ত: বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ গত পাঁচ দিনের ব্যবধানে শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর ও নোয়াগাঁও গ্রাম থেকে তিনটি অজগর সাপ উদ্ধার করেছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ৩ ঘটিকায় শ্রীমঙ্গল উপজেলা শহর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত মৌলভীবাজার রোডের ইছবপুর এলাকায় ঝোপ ঝাড় পরিষ্কার করার সময় হঠাৎ দেওয়াল এর উপর একটি সাপ দেখে শ্রমিকরা আতঙ্কিত হয়ে যায়। পরবর্তীতে ঘটনাটি অনিক দেব নামক একজন ব্যক্তিকে জানালে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ফোনে অবগত করলে পেয়ে উক্ত প্রতিষ্ঠানের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অজগর উদ্ধার করেন। পরবর্তীতে উদ্ধারকৃত অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
এছাড়া গত ২৪ নভেম্বর দুপুর ১টার দিকে একই গ্রাম থেকে প্রায় ২০ কেজি ও ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে।
এর আগের দিন রোববার (২৩ নভেম্বর) ইছবপুর গ্রামের পার্শ্ববর্তী নোয়াগাঁও গ্রাম থেকে অপর একটি অজগর সাপ উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
উল্লেখ্য যে, শ্রীমঙ্গল উপজেলায় চারিদিকে বনাঞ্চল, হাওর, পাহাড়, চা বাগান দ্বারা পরিবেষ্টিত। পার্শ্ববর্তী একসময়ের ভানুগাছের পাহাড় যা\' বর্তমানে লাউয়াছড়া জাতীয় উদ্যান হিসেবে দেশ বিদেশে সকলের কাছে পরিচিত সেখানে একশ্রেণীর সংঘবদ্ধ প্রভাবশালী গুষ্টি কর্তৃক বনাঞ্চলের বিস্তীর্ণ একর ভূমি দখল করে বসতি স্থাপন, চা বাগান, আনারস, লেবু, কাঁঠাল, রিসোর্ট, হোটেল, হোটেলসহ বিভিন্ন স্থাপনা তৈরি করায় বন্য পশু পাখির খাদ্য সংকট দেখা দিয়েছে। ফলে তারা খাদ্যের সন্ধানে শহর ও গ্রামাঞ্চলের মানুষের বাসা বাড়ি ও রাস্তাঘাটে চলে আসে। এতে সড়কের বিভিন্ন স্থানে বিরল প্রজাতির বন্য পশুপাখি অনেক সময় সড়ক দুর্ঘটনায় মারা পড়ে। অজগর সাপসহ বিভিন্ন ধরনের বিষধর সাপ ও অন্যান্য বন্য পশু-পাখি ধরা পড়ার খবর পাওয়া যায় । বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ গত এক যুগে প্রায় আটশোর মত বিভিন্ন ধরনের পশু পাখি উদ্ধার করে স্থানীয় বন বিভাগের কাছে বনাঞ্চলে অবমুক্ত করার জন্য হস্তান্তর করেছে।



















