img

অবশেষে সিলেট-ঢাকা রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ

প্রকাশিত :  ০৯:১৩, ২৮ নভেম্বর ২০২৫

 অবশেষে সিলেট-ঢাকা রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ

অবশেষে সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়ার উচ্চমূল্য নিয়ে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার মুখে ভাড়া পুণর্নিধারণ করা হয়েছে। আজ শুক্রবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রাপ্ত তথ্য অনুযায়ী জানানো যাচ্ছে যে, সিলেট-ঢাকা-সিলেট রুটে যাত্রীসেবা উন্নয়ন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় বিমানের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন ভাড়া কাঠামো অনুযায়ী—

সিলেট–ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া:

২,০২৪ (দুই হাজার চব্বিশ) টাকা

ট্যাক্সসহ মোট: ৩,১৯৯ (তিন হাজার একশত নিরানব্বই) টাকা।

সর্বোচ্চ ভাড়া:

৭,০২৪ (সাত হাজার চব্বিশ) টাকা

ট্যাক্সসহ মোট: ৮,১৯৯ (আট হাজার একশত নিরানব্বই) টাকা।

প্রসঙ্গত, সিলেট-ঢাকা রুটে বিমেনের উচ্চ ভাড়া নিয়ে সিলেটজুড়ে ক্ষোভ বিরাজ করছছ্ভোড়া কমানোর দাবিতে আন্দোলন হচ্ছে সিলেটে। আন্দোলকারীদের দাবি, সিলেট-ঢাকা সড়কের দুর্বস্থার সুযোগে দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে অসাধু সিন্ডিকেট।


সিলেটের খবর এর আরও খবর

img

কোম্পানীগঞ্জে ঘর থেকে ধরে নিয়ে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতন

প্রকাশিত :  ১৫:৩৯, ০৩ ডিসেম্বর ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জে ছয় বছরের এক শিশু যৌন নির্যাতনের অভিযোগ ওঠেছে। আক্রান্ত শিশুর চিৎকারে এলাকাবাসী অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে হস্তান্তর করেছে। আক্রান্ত শিশুকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

এলাকাবাসী জনানা, বুধবার দুপুরে ওই শিশু (৬) কে নিজ বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায় প্রতিবেশি আব্দুর মছাব্বির ওরফে মনা। এর পর নির্জন স্থানে যৌন নির্যাতনের চেষ্টা করে। শিশুটি চিৎকার শুরু করলে এলাকাবাসী সেখানে চলে আসে। ঘটনার পরপরই শিশুকে উদ্ধার হয়।

অভিযুক্ত আব্দুর মছাব্বির ওরফে মনা (২১) কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। কোম্পানীগঞ্জের ডাকঘর গ্রামের বাসিন্দা।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ জানান, অভিযোগ পাওয়ার পরই পুলিশ শিশুকে হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত ব্যক্তিকেও হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।