শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় বিরল প্রজাতির প্রাণী গন্ধগোকুলের মৃত্যু
সংগ্রাম দত্ত: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরে সড়ক দুর্ঘটনায় একটি গন্ধগোকুলের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) রাতে পর্যটন নগরী ও চায়ের স্বর্গরাজ্য বলে দেশ-বিদেশে পরিচিত শ্রীমঙ্গল উপজেলা শহরের ভানুগাছ রোডের বধ্যভূমি এলাকার সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় প্রাণীটি মারা যায়। পরে বন বিভাগ ও বন্যপ্রাণী উদ্ধার সংগঠন Stand for Our Endangered Wildlife–এর সহযোগিতায় মৃত গন্ধগোকুলটিকে উদ্ধার করা হয়।
লাউয়াছড়া জাতীয় উদ্যান ও চা–বাগানঘেরা এই এলাকায় প্রায়ই বন্যপ্রাণী খাবারের সন্ধানে বা চলাচলের পথে লোকালয়ে ঢুকে পড়ে। ফলে সড়ক দুর্ঘটনায় আহত কিংবা নিহত হওয়ার ঘটনা নিয়মিতই ঘটছে বলে জানান বন বিভাগের কর্মকর্তারা।
বিশেষজ্ঞদের মতে, সামান্য সচেতনতা—বিশেষ করে চালকদের সতর্ক দৃষ্টি ও ধীরগতিতে গাড়ি চালানো—অসংখ্য বন্যপ্রাণীর জীবন রক্ষা করতে পারে। সময়মতো ব্রেক কষা কিংবা নির্ধারিত গতিসীমা মানা হলে এমন দুর্ঘটনা কমে আসবে।
প্রকৃতি ও পরিবেশবিষয়ক কাজল হাজরা বলেছেন, বন্যপ্রাণী আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব, আর সড়কে সচেতনতা বাড়ানোই এ ধরনের মৃত্যুহার কমানোর প্রথম শর্ত।



















