কোম্পানীগঞ্জে ঘর থেকে ধরে নিয়ে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতন
সিলেটের কোম্পানীগঞ্জে ছয় বছরের এক শিশু যৌন নির্যাতনের অভিযোগ ওঠেছে। আক্রান্ত শিশুর চিৎকারে এলাকাবাসী অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে হস্তান্তর করেছে। আক্রান্ত শিশুকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
এলাকাবাসী জনানা, বুধবার দুপুরে ওই শিশু (৬) কে নিজ বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায় প্রতিবেশি আব্দুর মছাব্বির ওরফে মনা। এর পর নির্জন স্থানে যৌন নির্যাতনের চেষ্টা করে। শিশুটি চিৎকার শুরু করলে এলাকাবাসী সেখানে চলে আসে। ঘটনার পরপরই শিশুকে উদ্ধার হয়।
অভিযুক্ত আব্দুর মছাব্বির ওরফে মনা (২১) কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। কোম্পানীগঞ্জের ডাকঘর গ্রামের বাসিন্দা।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ জানান, অভিযোগ পাওয়ার পরই পুলিশ শিশুকে হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত ব্যক্তিকেও হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।



















