img

শ্রীমঙ্গলে আহত উলটোলেজি বানর উদ্ধার

প্রকাশিত :  ০৯:২২, ২৩ নভেম্বর ২০২৫

শ্রীমঙ্গলে আহত উলটোলেজি বানর উদ্ধার

সংগ্রাম দত্ত: শ্রীমঙ্গলে লিচুবাড়ি রিসোর্টের পাশে একটি আহত বানরকে উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আহত বানরটি প্রাথমিক চিকিৎসা শেষে শ্রীমঙ্গল বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ২.৩০ ঘটিকায় রিসোর্ট কর্তৃপক্ষ বানরটিকে আহত অবস্থায় দেখতে পান এবং দ্রুত বিষয়টি ফাউন্ডেশনকে জানায়। সংবাদ পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে বানরটির পরিচয় নিশ্চিত করেন।

বানরটি একটি উলটোলেজি বা সিংহ বানর, যা বাংলাদেশে বিরল ও বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত এবং বিশ্বব্যাপী সংকটাপন্ন। ধারণা করা হচ্ছে, এটি হয়তো অন্য বানরের সঙ্গে সংঘর্ষে অথবা কোনো দুর্ঘটনাজনিত আঘাতে আহত হয়েছে।

উদ্ধারের পর আহত বানরটিকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং পরে তাকে নিরাপদে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

সিলেটের খবর এর আরও খবর

img

কোম্পানীগঞ্জে ঘর থেকে ধরে নিয়ে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতন

প্রকাশিত :  ১৫:৩৯, ০৩ ডিসেম্বর ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জে ছয় বছরের এক শিশু যৌন নির্যাতনের অভিযোগ ওঠেছে। আক্রান্ত শিশুর চিৎকারে এলাকাবাসী অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে হস্তান্তর করেছে। আক্রান্ত শিশুকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

এলাকাবাসী জনানা, বুধবার দুপুরে ওই শিশু (৬) কে নিজ বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায় প্রতিবেশি আব্দুর মছাব্বির ওরফে মনা। এর পর নির্জন স্থানে যৌন নির্যাতনের চেষ্টা করে। শিশুটি চিৎকার শুরু করলে এলাকাবাসী সেখানে চলে আসে। ঘটনার পরপরই শিশুকে উদ্ধার হয়।

অভিযুক্ত আব্দুর মছাব্বির ওরফে মনা (২১) কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। কোম্পানীগঞ্জের ডাকঘর গ্রামের বাসিন্দা।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ জানান, অভিযোগ পাওয়ার পরই পুলিশ শিশুকে হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত ব্যক্তিকেও হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।