img

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় বিরল প্রজাতির প্রাণী গন্ধগোকুলের মৃত্যু

প্রকাশিত :  ০৯:২৩, ২৫ নভেম্বর ২০২৫

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় বিরল প্রজাতির প্রাণী গন্ধগোকুলের মৃত্যু

সংগ্রাম দত্ত: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরে সড়ক দুর্ঘটনায় একটি গন্ধগোকুলের মৃত্যু হয়েছে। 

সোমবার (২৪ নভেম্বর) রাতে পর্যটন নগরী ও চায়ের স্বর্গরাজ্য বলে দেশ-বিদেশে পরিচিত শ্রীমঙ্গল উপজেলা শহরের ভানুগাছ রোডের বধ্যভূমি এলাকার সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় প্রাণীটি মারা যায়। পরে বন বিভাগ ও বন্যপ্রাণী উদ্ধার সংগঠন Stand for Our Endangered Wildlife–এর সহযোগিতায় মৃত গন্ধগোকুলটিকে উদ্ধার করা হয়।

লাউয়াছড়া জাতীয় উদ্যান ও চা–বাগানঘেরা এই এলাকায় প্রায়ই বন্যপ্রাণী খাবারের সন্ধানে বা চলাচলের পথে লোকালয়ে ঢুকে পড়ে। ফলে সড়ক দুর্ঘটনায় আহত কিংবা নিহত হওয়ার ঘটনা নিয়মিতই ঘটছে বলে জানান বন বিভাগের কর্মকর্তারা।

বিশেষজ্ঞদের মতে, সামান্য সচেতনতা—বিশেষ করে চালকদের সতর্ক দৃষ্টি ও ধীরগতিতে গাড়ি চালানো—অসংখ্য বন্যপ্রাণীর জীবন রক্ষা করতে পারে। সময়মতো ব্রেক কষা কিংবা নির্ধারিত গতিসীমা মানা হলে এমন দুর্ঘটনা কমে আসবে।

প্রকৃতি ও পরিবেশবিষয়ক কাজল হাজরা বলেছেন, বন্যপ্রাণী আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব, আর সড়কে সচেতনতা বাড়ানোই এ ধরনের মৃত্যুহার কমানোর প্রথম শর্ত।


সিলেটের খবর এর আরও খবর

img

রেড ক্রিসেন্ট সুনামগঞ্জ ইউনিটের ভাইস প্রেসিডেন্ট সাজু, সম্পাদক সোহেল

প্রকাশিত :  ১৮:১৬, ০৪ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৯:০০, ০৪ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) অনুষ্ঠিত হয়েছে। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শিক্ষাবিদ নুরুল ইসলাম সাজু এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. মল্লিক মো. মঈন উদ্দিন আহমদ সোহেল। খবর ‘বাসস’ এর।

গত ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের ৫৭২ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৪২৮ জন। 

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ নুরুল ইসলাম সাজু। তিনি পেয়েছেন ২০৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাশুক আলম পেয়েছেন ১২৪ ভোট এবং আমির হোসেন পেয়েছেন ৯৬ ভোট। 

সেক্রেটারি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. মল্লিক মো. মঈন উদ্দিন আহমদ সোহেল। তিনি পেয়েছেন ২৩৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর কলেজের সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদ পেয়েছেন ১৮৪ ভোট। 

এদিকে সদস্য পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ মোনাওয়ার আলী (২৮৫ ভোট), ইজাজুল হক চৌধুরী নাসিম (২৩৮ ভোট), আব্দুস সাত্তার মো. মামুন (২১৮ ভোট), মো. আশরাফ হোসেন লিটন (১৯৫ ভোট), মো. আনিসুজ্জামান (১৬১ ভোট)। 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাড. শামসুর রহমান। 

প্রসঙ্গত, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন, সেক্রেটারি পদে ২ জন এবং সদস্য পদে ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


সিলেটের খবর এর আরও খবর