img

অবশেষে সিলেট-ঢাকা রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ

প্রকাশিত :  ০৯:১৩, ২৮ নভেম্বর ২০২৫

 অবশেষে সিলেট-ঢাকা রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ

অবশেষে সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়ার উচ্চমূল্য নিয়ে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার মুখে ভাড়া পুণর্নিধারণ করা হয়েছে। আজ শুক্রবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রাপ্ত তথ্য অনুযায়ী জানানো যাচ্ছে যে, সিলেট-ঢাকা-সিলেট রুটে যাত্রীসেবা উন্নয়ন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় বিমানের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন ভাড়া কাঠামো অনুযায়ী—

সিলেট–ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া:

২,০২৪ (দুই হাজার চব্বিশ) টাকা

ট্যাক্সসহ মোট: ৩,১৯৯ (তিন হাজার একশত নিরানব্বই) টাকা।

সর্বোচ্চ ভাড়া:

৭,০২৪ (সাত হাজার চব্বিশ) টাকা

ট্যাক্সসহ মোট: ৮,১৯৯ (আট হাজার একশত নিরানব্বই) টাকা।

প্রসঙ্গত, সিলেট-ঢাকা রুটে বিমেনের উচ্চ ভাড়া নিয়ে সিলেটজুড়ে ক্ষোভ বিরাজ করছছ্ভোড়া কমানোর দাবিতে আন্দোলন হচ্ছে সিলেটে। আন্দোলকারীদের দাবি, সিলেট-ঢাকা সড়কের দুর্বস্থার সুযোগে দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে অসাধু সিন্ডিকেট।


সিলেটের খবর এর আরও খবর

img

শ্রীমঙ্গলে কারখানায় ট্রলি চাপায় নারী কর্মীর মৃত্যু, এলাকায় উত্তেজনা

প্রকাশিত :  ০৫:৩৪, ০৪ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৫:৫০, ০৪ ডিসেম্বর ২০২৫

সংগ্রাম দত্ত: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে একটি পলি ফাইবার কারখানায় ট্রলির চাপায় মার্জিয়া বেগম নামে এক নারী কর্মী নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালেই ভূনবীর ইউনিয়নের সরকার বাজার এলাকায় রশনী পলি ফাইবার কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মারজিয়া খাতুন তেপাড়া গ্রামের আকরাম আলীর স্ত্রী। তিনি চার মেয়ে ও এক ছেলের জননী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা কাজের এক পর্যায়ে কারখানা চত্বরে চলন্ত ফর্কলিফটের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান মারজিয়া। এ সময় আহত হন আরেক নারী শ্রমিক এবং ফর্কলিফটচালক। সহকর্মীরা তাদের দ্রুত উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

দুর্ঘটনার পর কারখানা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

নিহতের স্বামী আকরাম আলী বলেন, “আমি আমার স্ত্রীর মৃত্যুর সুষ্ঠু বিচার চাই। আমার সন্তানরা এতিম হয়ে গেল। তাদের ভবিষ্যতের জন্য যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হোক।”

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার কারণ ও কারও অবহেলা ছিল কি না—তদন্তে তা খতিয়ে দেখা হবে।

ঘটনার পর শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ও সেনাবাহিনীর সদস্যরা কারখানাটি পরিদর্শন করেন এবং শ্রমিক ও ব্যবস্থাপনা পক্ষের সঙ্গে কথা বলেন।


সিলেটের খবর এর আরও খবর