img

ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় নিহত ৪, আহত ১০

প্রকাশিত :  ০৬:৩৭, ৩০ নভেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৬:৪৯, ৩০ নভেম্বর ২০২৫

ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় নিহত ৪, আহত ১০
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্টকটন শহরের একটি ব্যাঙ্কোয়েট হলে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন এবং আরও দশজন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার কিছু আগে ঘটনাটি ঘটে। সান জোয়াকুইন কাউন্টি শেরিফের দপ্তর জানায়, লুসিল অ্যাভিনিউয়ের ১৯০০ ব্লকের কাছে একটি পারিবারিক অনুষ্ঠানে এ হামলা চালানো হয়।

শেরিফের মুখপাত্র হিদার ব্রেন্ট বলেন, নিহতদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ই আছেন। তবে তাদের বয়স বা পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। হামলাকারীকে শনাক্ত করতে তদন্ত চলছে।

তিনি আরও জানান, ঘটনাটি পরিকল্পিত হতে পারে। তবে কারণ বা উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। ব্যাঙ্কোয়েট হলের ভেতরে নাকি বাইরে গুলিবর্ষণ হয়েছে, সেটিও নিশ্চিত করা যায়নি।

এফবিআই, স্টকটন পুলিশসহ একাধিক আইন প্রয়োগকারী সংস্থা তদন্তে যোগ দিয়েছে।

স্টকটনের ভাইস মেয়র জেসন লি জানান, শিশুদের জন্মদিনের অনুষ্ঠানে এ হামলা হয়।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের কার্যালয় জানায়, তাকে ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়েছে। গভর্নরের জরুরি পরিষেবা দপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করছে।

তথ্যসূত্র : এনবিসি নিউজ

আন্তর্জাতিক এর আরও খবর

img

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীন

প্রকাশিত :  ১৩:২১, ০৪ ডিসেম্বর ২০২৫

চীনের উত্তর-পশ্চিমের জিনজিয়াং অঞ্চলে ৬ দশমিক শূন্য মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৪ মিনিটে কিরগিজস্তান–শিনজিয়াং সীমান্তবর্তী অঞ্চলের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। তথ্যটি নিশ্চিত করেছে চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার।

সেন্টারটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা ৩৪ মিনিট পর্যন্ত কোনো হতাহতের খবর বা ভবন ধসের তথ্য পাওয়া যায়নি।

এ ছাড়া ভূমিকম্পের পর অঞ্চলটিতে পরিবহন, বিদ্যুৎ সরবরাহ ও টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।