img

দ্রুত সময়ে পোস্টাল ভোট রেজিস্ট্রেশন সম্পন্ন করতে যুক্তরাজ্য প্রবাসীদের প্রতি বি কে এম এর আহবান

প্রকাশিত :  ০৭:০৪, ০৩ ডিসেম্বর ২০২৫

দ্রুত সময়ে পোস্টাল ভোট রেজিস্ট্রেশন সম্পন্ন করতে যুক্তরাজ্য প্রবাসীদের প্রতি বি কে এম এর আহবান

নির্ধারিত সময়ের মধ্যে পোস্টাল ভোট রেজিস্ট্রেশন সম্পন্ন করতে যুক্তরাজ্য প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ। গত রবিবার (৩০ নভেম্বর) দারুল উলুম ফোর্ডস্কোয়ার কনফারেন্স হলে অনুষ্ঠিত সংগঠনের যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিষদের সভা থেকে নেতৃবৃন্দ এ আহবান জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসে বসেই ভোটে অংশগ্রহন করতে পারা প্রবাসীদের জন্য বিরাট আনন্দ ও গৌরবের বিষয়।প্রবাসীদের ভোটের অধিকার আমাদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল।সকল প্রবাসীদের কাছে আমাদের আহবান দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করুন। নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করে বৈষম্য মুক্ত সুন্দর দেশ গঠনে প্রবাস থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন।

নেতৃবৃন্দ আরও বলেন, ইসলামী শক্তির বৃহত্তর ঐক্যকে আরো মজবুত করে দেশ ও প্রবাসে আমাদের ভূমিকা পালন করতে হবে।আগামীর বৈষম্য মুক্ত সুন্দর বাংলাদেশ গঠনে সবাই কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদের পরিচালনার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ।

অন্যান্যদের বক্তব্য উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, ব্যারিস্টার মাওলানা বদরুল হক, মাওলানা নাজিম উদ্দীন, সহ সাধারণ সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, সাংগঠনিক সম্পাদক হাফিজ মন্জুরুল হক, বায়তুলমাল সম্পাদক ইমাম মাওলানা আবুল কালাম আজাদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিন ভূঁইয়া,নির্বাহী সদস্য হাফিজ শহীর উদ্দিন, প্রমূখ।

পরিশেষে সাবেক প্রধানমন্ত্রীর ও বিএনপির  চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর শীর্ষ আলেম শায়খুল হাদীস আল্লামা হেলালুদ্দীন এর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কমিউনিটি এর আরও খবর

img

পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৬৮ হাজার প্রবাসীর নিবন্ধন

প্রকাশিত :  ০৬:২৮, ০৪ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত এক লাখ ৬৮ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, \'পোস্টাল ভোট বিডি\' অ্যাপের মাধ্যমে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত মোট এক লাখ ৬৮ হাজার ৩৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে এক লাখ ৪৯ হাজার ৮৮৪ জন পুরুষ ভোটার এবং ১৮ হাজার ১৪৯ জন নারী ভোটার।

আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত \'পোস্টাল ভোট বিডি\' অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার অ্যাপ উদ্বোধন করেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে \'পোস্টাল ভোট বিডি\' অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনা দেখতে পারবেন। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা দিতে হবে।

কমিউনিটি এর আরও খবর