img

নারীরা কী পরে বাইরে যাচ্ছেন, তা নিয়ে কুমন্তব্য করা বন্ধ করুন: হুমা কুরেশি

প্রকাশিত :  ০৮:৩০, ২৫ নভেম্বর ২০২৫

নারীরা কী পরে বাইরে যাচ্ছেন, তা নিয়ে কুমন্তব্য করা বন্ধ করুন: হুমা কুরেশি

কাজের পাশাপাশি নিজেদের ব্যক্তিজীবনের নানা মুহূর্তের আপডেটই তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকেন। সেসবের জন্য প্রশংসা যেমন পান, তেমনি তার বিপরীতে একদল নিন্দুক সব সময় প্রস্তুত থাকে কুমন্তব্য করতে। বিশেষ করে নারী তারকাদের প্রায়ই কুরুচিকর আক্রমণ ও কটাক্ষের শিকার হতে হয়।

এই ধরনের সমালোচক এবং সাইবার বুলিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী হুমা কুরেশি।

তার দাবি, সোশ্যাল মিডিয়ায় নারীদের প্রতি অশ্লীল মন্তব্য বা আক্রমণকে রাস্তায় শ্লীলতাহানির চেষ্টার মতোই গুরুতর অপরাধ হিসেবে গণ্য করে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত।

সাম্প্রতিক এক মন্তব্যে নিজের ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মানুষ আছে, যারা প্রথমে আমাকে বিকিনি পরা ছবি পোস্ট করার কথা বলে। আর আমি যদি সত্যি পোস্ট করি, তখন তারাই আবার মন্তব্য করে, ‘এসব কী করছেন?’ এই ধরনের দ্বিমুখী আচরণ যেমন বিরক্তিকর, তেমনই অত্যন্ত দুঃখজনক।”

রাস্তাঘাটে কোনো নারীকে কুমন্তব্য বা উত্ত্যক্ত করলে যেমন শাস্তি দেওয়া হয়, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও একই ধরনের শাস্তির বিধান থাকা উচিত বলে মনে করেন তিনি।

হুমার কথায়, ‘কোনো তফাত থাকা উচিত নয়। যদি আপনি আমার ইনবক্সে অশ্লীল ছবি বা কুরুচিকর মন্তব্য পাঠান, তাহলে আপনারও শাস্তি হওয়া উচিত।’

সর্বশেষে অভিনেত্রী বললেন, ‘আমি শুধু একটি কথাই বলতে চাই নারীরা কী পরে বাইরে যাচ্ছেন, তাদের মেকআপ, তাদের জীবনশৈলী, তাদের কাজ, রাতে কখন বাড়ি ফিরছেন—এসব নিয়ে কুমন্তব্য করা বন্ধ করুন।’

img

সফর শেষে আবেগাপ্লুত ডুয়া লিপা

প্রকাশিত :  ০৬:৪৭, ০২ ডিসেম্বর ২০২৫

‘র‍্যাডিক্যাল অপটিমিজম’ ট্যুর নিয়ে টানা এক বছর ধরে বিশ্বের নানা প্রান্তে ঘুরে বেড়িয়েছেন ডুয়া লিপা। আলোচিত এই সংগীত সফর শেষের পথে, আর এ কারণে আবেগাপ্লুত হয়ে উঠেছেন জনপ্রিয় এই গায়িকা।

ট্যুরের শেষ ধাপে এখন লাতিন আমেরিকা সফরে আছেন তিনি। কলম্বিয়ার বোগোতায় শো করেছেন গত ২৮ নভেম্বর।

এদিন কনসার্ট শেষে নিজের ইনস্টাগ্রামে ডুয়া লিখেছেন, ‘এই অবিশ্বাস্য সফল শেষ হয়ে আসছে। সবার প্রতি কৃতজ্ঞতা।

আমি জানি, অনেক শহরে যেতে পারিনি। পরেরবার ঠিক দেখা হবে।’  

কলম্বিয়া হলো শাকিবার দেশ, তাই বোগোতার শোতে ডুয়া পরিবেশন করেন শাকিরার জনপ্রিয় গান ‘আন্তোলজিয়া’, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গানের ক্লিপ শেয়ার করে ডুয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শাকিরা। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তোমার কণ্ঠে আমার গান হৃদয় ছুঁয়ে গেছে। তুমি গানটি গেয়েছ সেই শহরে, যেখানে কয়েক বছর আগে এটা লিখেছিলাম। এভাবেই সংগীত আমাদের একত্র করে।’

গত বছরের ৩ মে প্রকাশিত হয় ডুয়ার তৃতীয় অ্যালবাম ‘র‍্যাডিক্যাল অপটিমিজম’; এরপরই একই নামের সংগীত সফরে বের হন ডুয়া। 

গায়িকা জানিয়েছেন, ৫ ডিসেম্বর মেক্সিকো সিটিতে সফর শেষ হওয়ার পর গান থেকে সাময়িক বিরতি নেবেন।

এর আগে ভ্যারাইটিকে তিনি বলেছিলেন, ‘দুনিয়ার এপ্রান্ত থেকে ওপ্রান্তে টানা পারফর্ম করা খুব চ্যালেঞ্জের। শারীরিক ও মানসিকভাবে সবটা নিংড়ে নেয় এটা। এই সফরের শেষে কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটাব। নতুন বছরে, নতুন কিছু নিয়ে ফিরব।’