img

মাথাব্যথায়গছেন কিম কার্দাশিয়ান, ধরা পড়ল বিপজ্জনক রোগ

প্রকাশিত :  ১১:০০, ২৫ অক্টোবর ২০২৫

মাথাব্যথায়গছেন কিম কার্দাশিয়ান, ধরা পড়ল বিপজ্জনক রোগ

রীতিমতো যেন দুঃসংবাদই দিয়ে বসলেন হলিউডের মডেল-অভিনেত্রী কিম কার্দাশিয়ান। সম্প্রতি নিজের টিভি শো-‘দ্য কার্দাশিয়ানস’এ তিনি জানালেন, বিরল-বিপজ্জনক রোগে ভুগছেন এই তারকা। দিনভর মাথাব্যাথা, কাজ হচ্ছে না ওষুধেও। 

জানা গেছে, ‘ব্রেন অ্যানিউরিজম’ অসুখে ভুগছেন কিম। সম্প্রতিই তার ধরা পড়েছে এই রোগ। ‘অ্যানিউরিজম’ শব্দটি অনেকের কাছে অপরিচিত। এটি এমন একটি সমস্যা, যা অজান্তে শরীরের মধ্যে জন্ম নেয়, কখনও আজীবন থেকে যায়। এই রোগের উপসর্গ এতটাই প্রকট যে রোগীকে বাঁচানোই প্রায় অসম্ভব হয়ে ওঠে।

অভিনেত্রীর এই অসুস্থতার খবর ‘দ্য কার্দাশিয়ানস’-এর সপ্তম মৌসুমের প্রথম পর্বে বিষয়টি উঠে আসে। গত বৃহস্পতিবার প্রকাশিত ‘ফিলস লাইক দ্য ওল্ড ডেজ’ শিরোনামের পর্বে দেখা যায়, ৪৫ বছর বয়সী কিম মস্তিষ্কের স্ক্যান করাচ্ছেন। মনিটরে স্ক্যানের ছবি দেখতে দেখতে তিনি বলেন, ‘একটা ছোট অ্যানিউরিজম আছে।’ এ সময় তার বোন কোর্টনি কার্দাশিয়ান বার্কার বিস্ময় বনে যান।

ডাক্তারের সঙ্গে আলোচনার সময় কিম আরও বলেন, ‘তারা বলেছে, এটা হয়তো শুধু মানসিক চাপের কারণেই হয়েছে।’ এর পরের দৃশ্যে কিমের সংলাপ, ‘এই সপ্তাহটা আমার জীবনের সবচেয়ে কঠিন সপ্তাহ।’

তবে তার বর্তমান শারীরিক অবস্থা বা উপসর্গ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। কিমের প্রতিনিধি দলও গণমাধ্যমে কোনো মন্তব্য দেয়নি।

কিম কার্দাশিয়ান প্রথম আলোচনায় আসেন জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ এর মাধ্যমে। পরে তিনি ফ্যাশন ও সৌন্দর্যবিষয়ক পণ্য তৈরি করে প্রতিষ্ঠা করেন নিজস্ব ব্র্যান্ড। বর্তমানে তিনি মার্কিন বিনোদন জগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং কোটিপতি উদ্যোক্তা।

‘দ্য কার্দাশিয়ানস’-এর নতুন মৌসুমে কিম, তার মা ক্রিস জেনার ও বোনদের ব্যক্তিগত জীবন এবং ব্যবসায়িক সাফল্যের নানা দিক তুলে ধরা হচ্ছে।

img

ঈদে মুক্তি পাবে পরীমনির সিনেমা ডোডোর গল্প

প্রকাশিত :  ০৭:১১, ২৭ অক্টোবর ২০২৫

জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি দীর্ঘ দুই বছরের বিরতির পর ফের বড় পর্দায় কাজ শুরু করেছিলেন। মাতৃত্ব ও পারিবারিক ব্যস্ততার কারণে দুই বছর অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। সেই বিরতি ভাঙে ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে।

২০২৩ সালের অক্টোবরে শুরু হয় সিনেমাটির শুটিং। চলতি বছরের শুরুতে এক ভিডিওবার্তায় পরীমণি জানান, এক বছর চার মাস ২৩ দিন পর তিনি সিনেমাটির শুটিং শেষ করেছেন। এরপর সিনেমাটি নিয়ে আর কোনো আপডেট পাওয়া যায়নি। অবশেষে জানা গেল, নতুন খবর– আগামী রোজার ঈদে মুক্তি পাবে ‘ডোডোর গল্প’।

সিনেমাটির সহ-প্রযোজক নাজমুল হক ভূঁইয়া সমকালকে জানান, ‘আমাদের সিনেমার ডাবিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিক (বিজিএম) শেষ হয়েছে। এখন কেবল বাকি আছে কালার গ্রেডিং ও এডিটিংয়ের কাজ। ইনশাআল্লাহ সব শেষ করেই আমরা আগামী রোজার ঈদে ছবিটি মুক্তি দিতে পারব।’

ডোডোর গল্পে পরীমণি অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্র ‘কাজল চৌধুরী’র ভূমিকায়। তাঁর বিপরীতে রয়েছেন সাইমন সাদিক, যিনি ‘রায়হান’ নামের এক ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন। পরীমণি বলেন, ‘এই সিনেমাটি আমার কাছে খুব স্পেশাল। কারণ, মাতৃত্বকালীন বিরতির পর এই ছবির মাধ্যমেই আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। তাই নিজের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি। প্রতিটি কাজই আমার কাছে গুরুত্বপূর্ণ, তবে “ডোডোর গল্প”-এর সঙ্গে এক ধরনের আবেগ জড়িয়ে আছে। আশা করি, দর্শকরা ছবিটি ভালোবাসবেন।’

সিনেমাটি পরিচালনা করেছেন রেজা ঘটক। তিনিই লিখেছেন এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ। নির্মাতা বলেন, ‘একজন মায়ের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের কৃষি ও সমাজজীবনের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছি এই ছবিতে। কাজল চৌধুরীর প্রায় বিশ বছরের জীবনের জার্নি তুলে ধরা হয়েছে সিনেমায়।’

‘ডোডোর গল্প’ ২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায়। এতে অভিনয় করেছেন ৮৭ জন শিল্পী এবং দৃশ্যধারণ হয়েছে ২৫টিরও বেশি লোকেশনে। প্রযোজক নাজমুল হক ভূঁইয়া জানান, ‘এটা এক আত্মনির্ভরশীল মায়ের দীর্ঘ দুই দশকের সংগ্রামের গল্প। যেখানে মায়ের নিরন্তর অনুসন্ধান শেষে সে খুঁজে পায় তাঁর হারিয়ে যাওয়া সন্তানকে। আমরা সিনেমাটিকে অনেক যত্ন নিয়ে তৈরি করেছি। আশা করি এটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে।’

এদিকে জন্মদিনে উদযাপন করতে মালয়েশিয়া রয়েছেন পরীমণি। এই মুহূর্তে তাঁর হাতে নতুন কোনো সিনেমার খবর নেই। অন্যদিকে সাইমন সাদিক রয়েছেন যুক্তরাষ্ট্রে। গত বছর ৫ আগস্টের পর দেশে ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি।