img

শিশুবেলায় মা-বাবার বিচ্ছেদ নিয়ে যা বললেন ঋতাভরী

প্রকাশিত :  ০৮:৪১, ০৬ অক্টোবর ২০২৫

শিশুবেলায় মা-বাবার বিচ্ছেদ নিয়ে যা বললেন ঋতাভরী

টালিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী শুধু ছোট পর্দা ও ওয়েব সিরিজের জগতে নয়ম বড় পর্দাতেও নিজের অভিনয় দক্ষতায় জায়গা করে নিয়েছেন। কাজের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে মা শতরূপা সান্যাল ও বাবার বিচ্ছেদ নিয়ে নেটদুনিয়ায় আলোচনা থামেনি কখনও। এবার সে প্রসঙ্গেই খোলাখুলি কথা বললেন অভিনেত্রী।

ঋতাভরীর যখন বয়স মাত্র চার, তখন আলাদা হয়ে যান বাবা উৎপলেন্দু চক্রবর্তী ও মা শতরূপা সরকার। সম্প্রতি ‘স্টে আপ উইথ শ্রী’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতী জানান, বাবা-মায়ের আলাদা হয়ে যাওয়া তাঁর ছোটবেলার বাস্তবতা ছিল। কিন্তু সেই সময়ও তিনি নিজেকে মানিয়ে নেন।

ঋতাভরী চক্রবর্তী বলেন, ‘যখন দাদুর বাড়িতে থাকতে শুরু করলাম, আমার কোনো অসুবিধা হয়নি। কারণ, ছোটবেলা থেকেই সেই বাড়িতে ঘন ঘন যেতাম, তাই পরিবেশটা আমার কাছে নতুন ছিল না। মাকে কখনও হাউমাউ করে কাঁদতে দেখিনি, তবে দুই ঘরের বাড়িতে কতটা লুকিয়ে কষ্ট পাওয়া যায়? যা শোনার ছিল, তা কানে এসেছে, যা বুকে লাগার, তা লেগেছে।’

অভিনেত্রী আরও জানান, ছোটবেলায় একজন তাকে সহানুভূতির সুরে জিজ্ঞেস করেছিলেন- ‘বাবার কথা মনে হয় না?’ উত্তরে ছোট্ট ঋতাভরী বলেছিলেন, ‘আমার মায়ের নামও শতরূপা সান্যাল, আমার বাবার নামও শতরূপা সান্যাল।’

এই বক্তব্য নিয়ে অনেকেই ধরে নেন, ঋতাভরী তার বাবাকে অস্বীকার করছেন। কিন্তু সেই ধারণা একেবারে উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘আমি কখনও আমার বাবাকে অস্বীকার করিনি। আমি মায়ের কষ্টকে অস্বীকার করতে পারি না। কেউ যদি মাকে কষ্ট দেয়, তাকে আমি মাথায় করে রাখতে পারব না।’

ব্যক্তিগত জীবনের এই খোলামেলা প্রকাশে অনুরাগীরা নতুন করে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। অনেকের মতে, ঋতাভরীর এই পরিণত মন্তব্যই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। সূত্র: হিন্দুস্থান টাইমস।


img

প্রতারণা মামলায় শিল্পাকে সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

প্রকাশিত :  ১৯:০৮, ০৭ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৯:১০, ০৭ অক্টোবর ২০২৫

দুই মাস আগে ৬০ কোটি টাকার জালিয়াতির মামলায় নাম ওঠে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি এবং তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। এই মামলাটি চলছে তদন্তও।  এর পরিপ্রেক্ষিতে সোমবার (৬ অক্টোবর) শিল্পাকে সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দপ্তর (ইকনমিক অফেন্সেস উইং)।

পুলিশ জানায়, শিল্পার বাড়িতে গিয়ে সাড়ে চার ঘণ্টা সময় নিয়ে শিল্পার বক্তব্য নথিভুক্ত করা হয়। এসময় তিনি নিজের বিজ্ঞাপন সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে হওয়া কিছু আর্থিক লেনদেনের নথি জমা দেন, যা এখন যাচাই করছে কর্তৃপক্ষ।

এর আগে গত মাসে একই মামলায় শিল্পার স্বামী রাজ কুন্দ্রার জবানবন্দি রেকর্ড করে মুম্বাই পুলিশের ইকনমিক অফেন্সেস উইং। তখন তিনি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান, ফলে তাকে আবারও তলব করার প্রস্তুতি নিচ্ছে ইকনমিক অফেন্সেস উইং।

এই মামলায় ব্যবসায়ী দীপক কোঠারি অভিযোগ করেছেন, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ব্যবসা সম্প্রসারণের নামে রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠি তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৬০ কোটিরও বেশি রুপি হাতিয়ে নেন।

পরে রাজ কুন্দ্রা দাবি করেন, ঐ অর্থের একটি অংশ অভিনেত্রী বিপাশা বসু ও নেহা ধুপিয়াকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছিল। তবে তদন্তে সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি চারজন অভিনেত্রীর অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের প্রমাণ পেয়েছে ইকনমিক অফেন্সেস উইং।

তদন্তকারীদের ভাষ্য, শিল্পা শেঠি, বিপাশা বসু, নেহা ধুপিয়া ছাড়াও বালাজি এন্টারটেইনমেন্টের অ্যাকাউন্টেও কিছু অর্থ স্থানান্তরের তথ্য পাওয়া গেছে।

সূত্র: এনডিটিভি।