
রাঘবের হাত ধরে মুম্বই ছাড়লেন অন্তঃসত্ত্বা পরিণীতি

পরিণীতি চোপড়া- রাঘব চাড্ডা পুজোর আগেই সুখবর দিয়েছিলেন। চলতি বছর অগস্ট মাসেই পরিণীতি-রাঘব ঘোষণা করেন তাঁদের অনাগত সন্তানের কথা। সন্তানকে কাছে পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন দু'জনেই। মা হওয়ার খবর দেওয়ার পর থেকে পরিণীতিকে প্রকাশ্যে দেখা যায়নি। সূত্রের খবর, অন্তঃসত্ত্বা পরিণীতি এ বার মুম্বই ছাড়লেন।
মুম্বইয়ে বড় হয়ে ওঠা। কেরিয়ারও মায়ানগরীতেই। তবে পরিণীতির শশুরবাড়ি দিল্লিতে। রাঘব দিল্লির ছেলে। সেখানেই তাঁর কাজকর্ম। বিয়ের পর বেশ কয়েকবার দিল্লিতে গিয়ে থেকেছিলেন পরিণীতি। অন্তঃসত্ত্বা অবস্থায় প্রথম দিকে মুম্বইয়ের বাড়িতেই ছিলেন। সূত্রের খবর, পরিণীতি দিল্লি উড়ে গেলেন।
অন্তঃসত্ত্বা অবস্থায় বাড়তি যত্নের প্রয়োজন পড়ে। শরীরের এই অবস্থায় নিয়ম মেনে চলতে হয়। এই পরিস্থিতিতে সকলের সঙ্গে থাকা সবচেয়ে ভালো। ঠিক সেই কারণেই পরিণীতিকে একা রাখতে চাইছেন না তাঁর বাড়ির লোকেরা। দিল্লিতে সকলের সঙ্গে থাকলে পরিণীতির যত্নআত্তির কোনও ত্রুটি হবে না। সেটা ভেবেই পরিণীতিকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। খবর, সেখানেই জন্ম নেবে পরিণীতি-রাঘবের সন্তান।