img

বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাডফোর্ড শাখার নির্বাহী সভা ও যোগদান অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত :  ০৬:৫৫, ০৩ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাডফোর্ড শাখার নির্বাহী সভা ও যোগদান অনুষ্ঠান সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের ব্রাডফোর্ড শাখার নবগঠিত কমিটির প্রথম নির্বাহী সভা ও যোগদান অনুষ্ঠান গতকাল সোমবার ১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য শাখার সহ সভাপতি ও ব্রাডফোর্ড শাখার সভাপতি মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা আব্দুল জলিলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুক্তরাজ্য শাখার  উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য শায়খ মাওলানা আব্দুল জলিল বলরামপুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদ সদস্য হাফিজ জালাল উদ্দিন, যুক্তরাজ্য শাখার সহ সাধারণ সম্পাদক ও লীডস শাখার সভাপতি মাওলানা ছাদিকুর রহমান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার নির্বাহী সদস্য ও লীডস শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুফিজুর রহমান মারুফ, ব্রাডফোর্ড শাখার সহ সভাপতি আলহাজ্ব রইস আলী, আলহাজ্ব বশির মিয়া প্রমূখ। 

সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচির সাথে ঐক্যমত পোষণ করে হাফিজ মাওলানা কামাল আহমদ চৌধুরী, আলহাজ্ব জুনায়েদ আহমদ, আলহাজ্ব সৈয়দ ফারুক হুসাইন সংগঠনে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।

সভায় ডিসেম্বরে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা সহ সাংগঠনিক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় নির্ধারিত সময়ের মধ্যে পোস্টাল ভোট রেজিস্ট্রেশন সম্পন্ন করতে যুক্তরাজ্য  প্রবাসীদের প্রতি আহবান জানানো হয়।

কমিউনিটি এর আরও খবর

img

পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৬৮ হাজার প্রবাসীর নিবন্ধন

প্রকাশিত :  ০৬:২৮, ০৪ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত এক লাখ ৬৮ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, \'পোস্টাল ভোট বিডি\' অ্যাপের মাধ্যমে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত মোট এক লাখ ৬৮ হাজার ৩৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে এক লাখ ৪৯ হাজার ৮৮৪ জন পুরুষ ভোটার এবং ১৮ হাজার ১৪৯ জন নারী ভোটার।

আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত \'পোস্টাল ভোট বিডি\' অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার অ্যাপ উদ্বোধন করেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে \'পোস্টাল ভোট বিডি\' অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনা দেখতে পারবেন। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা দিতে হবে।

কমিউনিটি এর আরও খবর