২১ - ২৩ নভেম্বর টাওয়ার হ্যামলেটস টাউন হলে তিনদিনব্যাপী 'রাইটআইডিয়া ফেস্টিভ্যাল ২০২৫'
পূর্ব লন্ডনের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় সাহিত্য উৎসব \'রাইটআইডিয়া ফেস্টিভ্যাল ২০২৫\' আগামী ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলে অবস্থিত টাওয়ার হ্যামলেটস টাউন হলে অনুষ্ঠিত হবে। সবার জন্য উন্মুক্ত সম্পূর্ণ ফ্রি এই উৎসবকে ঘিরে ইতোমধ্যে লন্ডনের সাহিত্যপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও আইডিয়া স্টোর আয়োজিত এই উৎসবটিতে অংশ নেবেন ব্রিটিশ সাহিত্য ও গণমাধ্যম জগতের বহুল পরিচিত লেখক, বিশ্লেষক, কৌতুকশিল্পী ও কনটেন্ট নির্মাতারা। এ বছর উৎসবের লাইনআপে রয়েছেন রাজনৈতিক ভাষ্যকার অ্যাশ সরকার, কৌতুকাভিনেতা ও রেডিও উপস্থাপক রবিন ইনস, ভ্রমণ লেখক মোনিশা রাজেশ, জনপ্রিয় ফ্যান্টাসি লেখক বেন অ্যারোনোভিচ, ম্যাপ-ভিত্তিক ইউটিউব জুটি ম্যাপ মেন, এবং আরও অনেকে।
উৎসবের তিন দিনে থাকবে নানামুখী সাহিত্য আলোচনা, বই পরিচিতি, গবেষণা-ভিত্তিক প্যানেল এবং সমকালীন সামাজিক ইস্যু নিয়ে আলাপচারিতা। গুরুত্বপূর্ণ আলোচনাগুলোর মধ্যে রয়েছে -
আবাসন সংকট ও হাউজিং ক্রাইসিস: সাংবাদিক পিটার আপস লন্ডনের আবাসন সংকট এবং তা সমাধানের সম্ভাব্য পথ নিয়ে তাঁর গবেষণা তুলে ধরবেন।
নিউরোডাইভার্সিটি ও মানসিক স্বাস্থ্য: লেখক ও কৌতুকাভিনেতা রবিন ইনস এডিএইচডি-সহ নিউরোডাইভার্সিটির অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন এবং মানসিক স্বাস্থ্যকে আরও স্বাভাবিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আনার গুরুত্ব ব্যাখ্যা করবেন।
এলজিবিটিকিউ+ অধিকার ও আন্দোলন: লেখক এলেন জোন্স তাঁর বই আউটরেইজ এর প্রেক্ষাপটে বর্তমান ব্রিটেনে এলজিবিটিকিউ+ কমিউনিটির চ্যালেঞ্জ ও অগ্রগতি নিয়ে আলোচনা করবেন।
বাংলা সংস্কৃতি ও রন্ধনশৈলী: ব্রিটিশ-বাংলাদেশি লেখক শাহনাজ আহসান তাঁর স্মৃতিকথামূলক রেসিপি-বই দ্যা জ্যাকফ্রুট ক্রনিক্যালস নিয়ে বিশেষ একটি সেশনে অংশ নেবেন। এতে ব্রিটিশ-বাংলাদেশি রান্না, পারিবারিক স্মৃতি এবং অভিবাসী জীবনের অভিজ্ঞতা উঠে আসবে।
এ ছাড়া উৎসবে বিভিন্ন শিশু-কিশোর কার্যক্রম, বই বিক্রয়, সৃজনশীল লেখালেখি কর্মশালা এবং লেখকদের সাথে সরাসরি প্রশ্নোত্তরপর্বও থাকবে।
ফেস্টিভ্যালের সব ইভেন্ট সবার জন্য উন্মুক্ত এবং বিনামূল্যে হলেও, আসন সীমিত হওয়ায় আগেভাগে বুকিং করার পরামর্শ দিয়েছে আয়োজকরা। ইতোমধ্যেই অনেক জনপ্রিয় সেশনের রেজিস্ট্রেশন দ্রুত পূর্ণ হয়ে যাচ্ছে।
উল্লেখ্য, টাওয়ার হ্যামলেটস লন্ডনের অন্যতম বহুজাতিক ও বহুসাংস্কৃতিক অঞ্চল। বিশেষ করে বাংলাদেশি-বংশোদ্ভূত সম্প্রদায় এখানে সংখ্যাগরিষ্ঠ। উৎসবের বিভিন্ন সেশনে বাংলা সংস্কৃতি, রান্না, অভিবাসী অভিজ্ঞতা এবং স্থানীয় সম্প্রদায়ের প্রতি গুরুত্ব দেওয়ায় \'রাইটআইডিয়া ফেস্টিভ্যাল ২০২৫\' স্থানীয় পাঠকদের জন্য বিশেষ আকর্ষণ তৈরি করেছে।



















