img

বড়দিনে হত্যা রহস্যের কিনারা করবেন কোয়েল!

প্রকাশিত :  ০৬:৫১, ২০ নভেম্বর ২০২৫

বড়দিনে হত্যা রহস্যের কিনারা করবেন কোয়েল!

মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় সিনেমায় কোয়েলের লুক এ বার প্রকাশ্যে।

২০১৪ সালে বইয়ের পাতায় শেষবার \'মিতিন মাসি\'র সঙ্গে দেখা হয় পাঠকের। ২০১৫ সালে প্রয়াত হন মিতিন মাসি চরিত্রের স্রষ্টা সুচিত্রা ভট্টাচার্য। তার পরে ছাপার অক্ষরে আর মিতিন মাসির রহস্য উন্মোচনার টান টান কাহিনি পড়া হয়নি। তবে ২০১৯ সালে পর্দায় প্রথম মিতিন মাসিকে হাজির করলেন পরিচালক অরিন্দম শীল। মিতিন মাসির ভূমিকায় কোয়েল মল্লিক। ২০২৩-এ দ্বিতীয় সিনেমা \'জঙ্গলে মিতিন মাসি\'। আর এই ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় সিনেমা \'মিতিন, একটি খুনির সন্ধানে\' আসছে এই বড়দিনে।

এই সিনেমায় মিতিনের ভূমিকায় কোয়েলের লুক এ বার প্রকাশ্যে। চোখে চওড়া ফ্রেমের চশমা। খোলা চুল। ইস্পাত কঠিন দৃষ্টি। হাতে রিভলবার। আঙুল ট্রিগারে। এই বড়দিনে হত্যা রহস্যের জাল কাটবেন মিতিন। খুনের তদন্ত করতে গিয়ে আরও অনেক রহস্যের খোঁজ পায় মিতিন। ছবিতে মারকাটারি অ্যাকশন দৃশ্যেও দেখা যাবে কোয়েলকে।

ছবির শুটিং হয় গত বছর এপ্রিল মাসে। অ্য়াকশন দৃশ্যের শুট করতে গিয়ে আঘাত পেয়েছিলেন কোয়েল। নায়িকা চোট পাওয়াও কিছু দিনের জন্য শুটিং বন্ধও ছিল। কোয়েল সুস্থ হতেই ফের শুরু হয়েছিল ছবির শুটিং। কোয়েল ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন, শুভ্রজিৎ দত্ত, লেখা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার, দুলাল লাহিড়ি-সহ টলিউডের এক ঝাঁক চেনা মুখ।

এ বছর বড় দিনে মুক্তি পাচ্ছে একসঙ্গে তিনটি বাংলা সিনেমা। উৎসবের আবহে একসঙ্গে একাধিক ছবি মুক্তি পেলে কী ধরনের সমস্যা হতে পারে, সেটা পুজোর সময় পরীক্ষিত। তবে বছর শেষে মুক্তিপ্রাপ্ত তিনটি ছবি নিয়েই দর্শকের উন্মাদনা রয়েছে। এই প্রতিযোগিতায় মিতিন মাসি কেমন রেজাল্ট করে, সেটা অবশ্য সময় বলবে।


img

বিজয়ের সঙ্গে বিয়ে, প্রথমবার সরাসরি জবাব দিলেন রাশমিকা

প্রকাশিত :  ০৯:২৮, ০৪ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৯:৩৩, ০৪ ডিসেম্বর ২০২৫

দক্ষিণের জনপ্রিয় দুই তারকা বিজয় দেবারকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের গুঞ্জন চলছে অনেক দিন ধরেই। বাগদান সেরে ২০২৬ সালের শুরুর দিকে বিয়ে—এমন খবরও ঘুরে বেড়াচ্ছিল ভারতীয় গণমাধ্যমে। তবে এত দিন ব্যক্তিজীবন নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন রাশমিকা। অবশেষে দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবার সরাসরি এ প্রশ্নের জবাব দিলেন তিনি।

চলতি বছর ক্যারিয়ারের সেরা সময় পার করছেন অভিনেত্রী। বছরের শুরুতে ‘ছাবা’ থেকে শুরু করে সর্বশেষ ‘দ্য গার্লফ্রেন্ড’—রাশমিকার মুক্তিপাওয়া পাঁচটি সিনেমা ২০২৫ সালে বক্স অফিসে আয় করেছে ১ হাজার ৩০০ কোটি রুপির বেশি। তিনি বলেন, “সত্যি বলতে এ বছরটা আমার কাছে স্বপ্নের মতো। বৈচিত্র্যময় চরিত্রে কাজ করতে চেয়েছিলাম, সেটা এই বছরই বাস্তব হয়েছে।”

সম্প্রতি শোনা যায়, গত অক্টোবরেই হায়দরাবাদে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে নাকি বাগদান সারেন রাশমিকা ও বিজয়। এমন ইঙ্গিতও পাওয়া যায়, বাগদান সত্যি এবং বিয়ে হতে পারে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি কেউই।

সাক্ষাৎকারে সঞ্চালক অনুপমা চোপড়া সরাসরি জিজ্ঞেস করেন- বিয়ের খবর তিনি স্বীকার করবেন, নাকি এটিকে গুজব বলবেন? কিছুক্ষণ ভেবে রাশমিকা হেসে বলেন, “আমি কোনোটাই করব না।” এরপর যোগ করেন, “সময় হলে আমরাই জানাব।”

ভক্তরা মনে করছেন, রাশমিকার এই উত্তরই তাঁদের সম্পর্কের ইঙ্গিত। তবে অভিনেত্রী স্পষ্ট করে বলেন, ব্যক্তিগত কিছু শেয়ার করার আগে তিনি একটু সময় নিতে চান।

উল্লেখ্য, ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ -এ একসঙ্গে অভিনয়ের পর থেকেই রাশমিকা-বিজয়ের প্রেমের খবর আলোচনায়। সাম্প্রতিক নিউইয়র্ক ইন্ডিয়া ডে প্যারেডের মতো নানা অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা গেছে। ২০২৪ সালে দুজনেই জানিয়েছিলেন—তারা ‘সিঙ্গেল নন’, তবে সঙ্গীর নাম প্রকাশ করেননি।