img

মেয়েদের জীবনের থেকে একটি ওড়না বেশি গুরুত্বপূর্ণ: চমক

প্রকাশিত :  ১১:০০, ২২ নভেম্বর ২০২৫

মেয়েদের জীবনের থেকে একটি ওড়না বেশি গুরুত্বপূর্ণ: চমক

গতকাল ভূমিকম্পের ঘটনার পর বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘মেয়েদের জীবনের থেকে একটি ওড়না বেশি গুরুত্বপূর্ণ। এরপর তিনি উল্লেখ করেন, ‘ভূমিকম্প ফ্যাক্ট।’

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

এদিন ভূমিকম্পের সময় রাজধানীসহ সারা দেশে আতঙ্কিত হয়ে ভবন থেকে তড়িঘড়ি বের হয়ে পড়েন সাধারণ মানুষ। এমন জরুরি পরিস্থিতিতে অনেক নারী অপ্রস্তুত অবস্থায় বাসা থেকে বের হয়ে আসতে বাধ্য হন। এ বিষয়টিকেই ইঙ্গিত করে ছোটপর্দার এ অভিনেত্রী ব্যতিক্রমী বার্তা দিয়েছেন।

চমকের সেই পোস্টে নেটিজেনদের অনেকেই একমত পোষণ করেছেন। তবে কেউ কেউ লিখেছেন, জান বাঁচানো ফরজ। অর্থাৎ জীবন বাঁচানোটাই অগ্রাধিকার ক্ষেত্রবিশেষে। এক নেটিজেন আবার মন্তব্য করেছেন, যারা বাসায় অন্য কেউ নেই ভেবে ওড়না ছাড়া থাকেন, ভূমিকম্পের এ ঘটনাটি তাদের জন্য একটি সচেতনতামূলক বার্তা হতে পারে।

তবে শুধু এই পোস্টই নয়, ভূমিকম্পের পর একের পর এক সচেতনতামূলক পোস্ট দিতেও দেখা গেছে অভিনেত্রীকে। এ নিয়ে ভক্তদের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী চমক।


img

সফর শেষে আবেগাপ্লুত ডুয়া লিপা

প্রকাশিত :  ০৬:৪৭, ০২ ডিসেম্বর ২০২৫

‘র‍্যাডিক্যাল অপটিমিজম’ ট্যুর নিয়ে টানা এক বছর ধরে বিশ্বের নানা প্রান্তে ঘুরে বেড়িয়েছেন ডুয়া লিপা। আলোচিত এই সংগীত সফর শেষের পথে, আর এ কারণে আবেগাপ্লুত হয়ে উঠেছেন জনপ্রিয় এই গায়িকা।

ট্যুরের শেষ ধাপে এখন লাতিন আমেরিকা সফরে আছেন তিনি। কলম্বিয়ার বোগোতায় শো করেছেন গত ২৮ নভেম্বর।

এদিন কনসার্ট শেষে নিজের ইনস্টাগ্রামে ডুয়া লিখেছেন, ‘এই অবিশ্বাস্য সফল শেষ হয়ে আসছে। সবার প্রতি কৃতজ্ঞতা।

আমি জানি, অনেক শহরে যেতে পারিনি। পরেরবার ঠিক দেখা হবে।’  

কলম্বিয়া হলো শাকিবার দেশ, তাই বোগোতার শোতে ডুয়া পরিবেশন করেন শাকিরার জনপ্রিয় গান ‘আন্তোলজিয়া’, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গানের ক্লিপ শেয়ার করে ডুয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শাকিরা। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তোমার কণ্ঠে আমার গান হৃদয় ছুঁয়ে গেছে। তুমি গানটি গেয়েছ সেই শহরে, যেখানে কয়েক বছর আগে এটা লিখেছিলাম। এভাবেই সংগীত আমাদের একত্র করে।’

গত বছরের ৩ মে প্রকাশিত হয় ডুয়ার তৃতীয় অ্যালবাম ‘র‍্যাডিক্যাল অপটিমিজম’; এরপরই একই নামের সংগীত সফরে বের হন ডুয়া। 

গায়িকা জানিয়েছেন, ৫ ডিসেম্বর মেক্সিকো সিটিতে সফর শেষ হওয়ার পর গান থেকে সাময়িক বিরতি নেবেন।

এর আগে ভ্যারাইটিকে তিনি বলেছিলেন, ‘দুনিয়ার এপ্রান্ত থেকে ওপ্রান্তে টানা পারফর্ম করা খুব চ্যালেঞ্জের। শারীরিক ও মানসিকভাবে সবটা নিংড়ে নেয় এটা। এই সফরের শেষে কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটাব। নতুন বছরে, নতুন কিছু নিয়ে ফিরব।’