img

নিউইয়র্ক স্টেট এসেম্বলী থেকে সাংবাদিক শেখ শফিকের সম্মাননা অর্জন।

প্রকাশিত :  ০৭:২৩, ০১ ডিসেম্বর ২০২৫

নিউইয়র্ক স্টেট এসেম্বলী থেকে সাংবাদিক শেখ শফিকের সম্মাননা অর্জন।

নিউইয়র্কের ব্রঙ্কসে বসবাসরত প্রবাসী বাংলাদেশী বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট শেখ শফিকুর রহমান নিউইয়র্ক স্টেট এসেম্বলির ডিস্ট্রিক্ট-৮৭ এসেম্বলী ওম্যান কারনেস রায়াসের কাছ থেকে সাংবাদিকতায় কমিউনিটির জন্য লেখার মাধ্যমে বিশেষ অবদান রাখায় সম্মানসূচক মেরিট সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

গত ২৪শে নভেম্বর ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস মিলনায়তনে আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের অভিষেক অনুষ্ঠানে এই সম্মাননা সার্টিফিকেট তিনি গ্রহণ করেন। দীর্ঘ পাঁচ বছর ধরে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে বিভিন্ন বিষয়ে নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা পত্রিকায় লেখনীর মাধ্যমে সংবাদ প্রচার করে আসছেন।যার অবদানে নিউইয়র্ক এসেম্বলি ওম্যানের অফিস থেকে মেরিট সার্টিফিকেট পাওয়ার মাধ্যমে কর্মের স্বীকৃতি পেয়েছেন বলে তিনি মনে করেন।

তার এই সম্মানসূচক মেরিট সার্টিফিকেট প্রাপ্তিতে নিউইয়র্কের বিশিষ্ট জন তাকে অভিনন্দন জানিয়েছেন।

তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস সভাপতি শামীম আহমদ,সাধারণ সম্পাদক শেখ অলি আহাদ,আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক সভাপতি আব্দুস শহীদ,সহসভাপতি জামাল হোসেন,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মিলন,নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম,শ্রীমঙ্গল এসোসিয়েশন ইউএসএ ইনক সভাপতি মোস্তাক এলাহী চেমন,ফেঞ্চুগঞ্জ এসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলম,বাংলাদেশ সোসাইটি অব ইউএসএ ইনকের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ,বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক উপদেষ্টা আব্দুল মুহিত,যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির সহ-সভাপতি মোঃ নাসির মিয়া,বাহুবল এসোসিয়েশন ইনক প্রচার সম্পাদক মোঃ বশির মিয়া,সাংবাদিক জহিরুল হক,সিনিয়র সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান,মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ইনক সভাপতি সোহান আহমেদ টুটুল,তানিম চৌধুরী প্রমুখ।বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে’র দোয়ার আহ্বান বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ কর


কমিউনিটি এর আরও খবর

img

বৃটেনের ন্যাশনাল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা সাউতুল কুরআনের সেমি ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত :  ০৭:১৩, ০৩ ডিসেম্বর ২০২৫

বৃটেনের জনপ্রিয় চ্যানেল ইকরা টিভির উদ্যোগে ৩য় বারের মত অনুষ্ঠিত হচ্ছে ন্যাশনাল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠান সাউতুল কোরআন ২০২৫।গত ৩০ নভেম্বর শনিবার দীনব‍্যাপী ক্রয়ডন ইকরা ঊর্দু টিভির সু বিশাল স্টুডিও-তে সেমিনার অনুষ্ঠিত হয়। লন্ডন-লুটন, বার্মিংহাম,মিডল্যান্ড,লীডস, ব্রাডফোর্ডসহ যুক্তরাজ‍্যের বিভিন্ন শহর থেকে বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে গার্ডিয়ানরা তাদের সন্তানদের সাথে নিয়ে উপস্থিত হন।

আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত ফাইনালের জন্য ১২ জন প্রতিযোগিতা নির্বাচিত হন।

উপস্থাপনা করেন ইকরা টিভির উপস্থাপক আবুল হাসানাত।  বিচারক প্যানেলে ছিলেন সাউতুল কুরআনের প্রধান বিচারক ও ইকরা টিভির সিইও শায়খ হুজাইফা, ইস্ট লন্ডন মসজিদের ইমাম ক্বারী শায়খ সৈয়দ আনিসুল, ক্বারী শায়খ জিয়াদ, মুফতী শায়খ মুহাম্মদ মুহিদ। প্রতিযোগিতার সমন্বয়কের দায়ীত্ব পালন করেন ইকরা টিভির উপস্থাপক মুফতী ছালেহ আহমদ ও মাওলানা আবদুল বাসিত। 

প্রত্যেক প্রতিযোগি অত্যন্ত সুন্দর ও সুললিত কন্ঠে তেলাওয়াত করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন।

গ্রান্ড ফিনালে প্রোগ্রাম আগামী ১৪ ডিসেম্বর লন্ডনের Mayfair Venue তে অনুষ্ঠিত হবে।সাউতুল কুরআন এর গ্রান্ড ফিনালের অংশগ্রহণ করে অনুষ্ঠান কে সর্বাত্মক সফল ও সার্থক করতে কুরআন প্রেমিক সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানান বক্তারা। অনুষ্টানে অংশগ্রহনকারীরা অনলাইনে ফ্রি রেজিস্টেশন করতে আহবান জানানো হয়।

কমিউনিটি এর আরও খবর