বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে’র দোয়ার আহ্বান
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে। সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ তাঁর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য দেশ-বিদেশের সকলের কাছে দোয়ার আবেদন জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়—বেগম খালেদা জিয়া তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘ সময় জনগণের সেবা করেছেন। তাঁর বর্তমান অসুস্থতা মানবিকভাবে সবার মনকে ব্যথিত করছে। তাই তাঁর সুস্থতার জন্য দোয়া করা অত্যন্ত জরুরি।
জমিয়ত নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবিও জানান। বিবৃতিতে তাঁর দীর্ঘায়ু, সুস্থতা ও শান্তিময় জীবন কামনা করা হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে নেতৃবৃন্দ যথাক্রমে: জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আসগর হুসাইন, সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ, সিনিয়র সহ-সভাপতি মুফতি আব্দুল মুনতাকিম, সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তাছাদ্দুক আহমদ, মাওলানা ফখরুদ্দিন ছাদিক, মাওলানা আমিনুল ইসলাম, হাফিজ সৈয়দ তামীম আহমদ, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা আশফাকুর রহমান, জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুল আলম কিয়ামপুরী, জয়েন্ট সেক্রেটারি হাফিজ মাওলানা ইলিয়াছ, মুফতি শাহ হিফজুল করীম মাশুক, মাওলানা আখতারুজ্জামান, সহ-সেক্রেটারি মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, হাফিজ জিয়া উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, হাফিজ মাওলানা মাছুম আহমদ, মাওলানা মঈন উদ্দিন খান, মাওলানা আব্দুল গাফফার, ট্রেজারার হাফিজ রশীদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ওলীউর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা খালেদ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা শামছুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল হাই এবং মিডিয়া সেক্রেটারি আরিফুল ইসলাম।



















