বৃটেনের ন্যাশনাল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা সাউতুল কুরআনের সেমি ফাইনাল অনুষ্ঠিত
বৃটেনের জনপ্রিয় চ্যানেল ইকরা টিভির উদ্যোগে ৩য় বারের মত অনুষ্ঠিত হচ্ছে ন্যাশনাল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠান সাউতুল কোরআন ২০২৫।গত ৩০ নভেম্বর শনিবার দীনব্যাপী ক্রয়ডন ইকরা ঊর্দু টিভির সু বিশাল স্টুডিও-তে সেমিনার অনুষ্ঠিত হয়। লন্ডন-লুটন, বার্মিংহাম,মিডল্যান্ড,লীডস, ব্রাডফোর্ডসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে গার্ডিয়ানরা তাদের সন্তানদের সাথে নিয়ে উপস্থিত হন।
আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত ফাইনালের জন্য ১২ জন প্রতিযোগিতা নির্বাচিত হন।
উপস্থাপনা করেন ইকরা টিভির উপস্থাপক আবুল হাসানাত। বিচারক প্যানেলে ছিলেন সাউতুল কুরআনের প্রধান বিচারক ও ইকরা টিভির সিইও শায়খ হুজাইফা, ইস্ট লন্ডন মসজিদের ইমাম ক্বারী শায়খ সৈয়দ আনিসুল, ক্বারী শায়খ জিয়াদ, মুফতী শায়খ মুহাম্মদ মুহিদ। প্রতিযোগিতার সমন্বয়কের দায়ীত্ব পালন করেন ইকরা টিভির উপস্থাপক মুফতী ছালেহ আহমদ ও মাওলানা আবদুল বাসিত।
প্রত্যেক প্রতিযোগি অত্যন্ত সুন্দর ও সুললিত কন্ঠে তেলাওয়াত করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন।
গ্রান্ড ফিনালে প্রোগ্রাম আগামী ১৪ ডিসেম্বর লন্ডনের Mayfair Venue তে অনুষ্ঠিত হবে।সাউতুল কুরআন এর গ্রান্ড ফিনালের অংশগ্রহণ করে অনুষ্ঠান কে সর্বাত্মক সফল ও সার্থক করতে কুরআন প্রেমিক সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানান বক্তারা। অনুষ্টানে অংশগ্রহনকারীরা অনলাইনে ফ্রি রেজিস্টেশন করতে আহবান জানানো হয়।



















