img

বাংলাদেশিদের ড্রোন প্রশিক্ষণ দেবে চীন

প্রকাশিত :  ০৪:৫৪, ২৮ মে ২০২৫

বাংলাদেশিদের ড্রোন প্রশিক্ষণ দেবে চীন

বাংলাদেশিদের জন্য ড্রোন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে চীন। আগ্রহীদের আবেদনের আহ্বান জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।

আজ মঙ্গলবার (২৭ মে) চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, গত ১৪ এপ্রিল বাংলাদেশের জাতীয় সংসদে একটি চীনা দলের দ্বারা পরিচালিত একটি ড্রোন প্রদর্শনী সফলভাবে অনুষ্ঠিত হয়। সংস্কৃতি ও প্রযুক্তির এই উদ্ভাবনী মিশ্রণ ছিল বাংলা নববর্ষ এবং চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উভয়েরই একটি প্রাণবন্ত উদযাপন। 

চীনা দূতাবাস এবং বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা পরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনের ক্রোস্টারস ইনোভেশন কালচার অ্যান্ড ট্যুরিজম টেকনোলজি গ্রুপ বাংলাদেশি কারিগরি কর্মীদের জন্য একটি বিনামূল্যে প্রশিক্ষণ কর্মসূচি প্রদান করবে। 

প্রশিক্ষণটি ইংরেজিতে পরিচালিত হবে। আগামী  জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সাংহাইতে অনুষ্ঠিত হবে। 

প্রোগ্রামটি দুটি পর্যায়ে বিভক্ত—

প্রথম পর্যায়: ড্রোন তৈরির পারফরম্যান্সের জন্য প্রয়োজনীয় মৌলিক জ্ঞান এবং প্রোগ্রামিং দক্ষতা কভার করে কোর্স। (১-২ সপ্তাহ) 

দ্বিতীয় পর্যায়: ক্রোস্টারসের মালিকানাধীন ড্রোন মডেলগুলোর জন্য বিশেষভাবে প্রোগ্রামিংয়ের উপর উন্নত কোর্স। (১-২ সপ্তাহ) 

প্রতিটি পর্যায়ের সঠিক সময়কাল অংশগ্রহণকারীদের বিদ্যমান কম্পিউটার সাক্ষরতা এবং প্রোগ্রামিং অভিজ্ঞতার ওপর নির্ভর করবে। 

প্রশিক্ষণে নিবন্ধনের জন্য আগামী ১ জুনের মধ্যে ইমেইলে (dirfa@shilpakala.gov.bd) আবেদনের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর

img

২০২০ সালেই মারা গেছেন বাইডেন, এখন দেখছেন ক্লোন রোবট: ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত :  ০৯:২৪, ০২ জুন ২০২৫
সর্বশেষ আপডেট: ১১:২৮, ০২ জুন ২০২৫

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শনিবার (৩১ মে) একটি পোস্ট শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই পোস্টে লেখা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মৃত্যু ২০২০ সালেই কার্যকর হয়েছে এবং তাকে রোবোটিক ক্লোনে প্রতিস্থাপিত করা হয়েছে। 

তবে নিউ ইয়র্ক টাইমস ট্রাম্পের শেয়ার করা এই পোস্টকে ষড়যন্ত্রমূলক, মিথ্যা বলে উল্লেখ করেছে। এনবিসি নিউজ বলছে, ট্রাম্প তার প্রায় ১০ মিলিয়ন অনুসারীর সঙ্গে এমন একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে কোনও ব্যাখ্যা বা সূত্র নেই।  

ওই পোস্টে লেখা হয়েছে, কোনও জো বাইডেন নেই—২০২০ সালেই তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এখন আপনারা যা দেখছেন- বাইডেনের ক্লোন, ডাবল এবং রোবোটিকভাবে তৈরি আত্মাহীন ও মস্তিষ্কহীন রোবট সত্তা। ডেমোক্র্যাটরা পার্থক্য জানে না।

ট্রাম্প পোস্টট্রাম্পের শেয়ার করা পোস্ট

এএনবিসি নিউজ জানিয়েছে, ট্রাম্প যে অ্যাকাউন্ট থেকে পোস্ট শেয়ার করেছেন তাতে পাঁচ হাজারের বেশি অনুসারী রয়েছে।

বাইডেন বেঁচে নেই, তার মৃত্যু হয়েছে- ট্রাম্পের এমন পোস্ট নিয়ে হোয়াইট হাউজের কাছে জানতে চাইলে কোনও সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে এনবিসি নিউজ। 

এদিকে গত মাসে বাইডেনের কার্যালয় থেকে জানানো হয় যে সাবেক প্রেসিডেন্ট প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সার বাইডেনের শরীরের হাড়ে ছড়িয়ে পড়েছে।

বিবিসি জানায়, গত ১৬ মে ৮২ বছর বয়সী বাইডেনের শরীরে এই রোগ শনাক্ত হয়। তিনি প্রস্রাব জনিত সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর