img

জাহানারার অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি মনজুরুলের

প্রকাশিত :  ১২:৪২, ০৭ নভেম্বর ২০২৫

জাহানারার অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি মনজুরুলের

বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মনজুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন পেসার জাহানারা আলম। তবে অভিযোগগুলো সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন মনজুরুল।

জাহানারা সম্প্রতি একটি ইউটিউব সাক্ষাৎকারে অভিযোগ করেন, ২০২২ সালের নারী বিশ্বকাপ চলাকালীন মনজুরুল ইসলাম তাকে অশালীন আচরণের মাধ্যমে মানসিকভাবে বিপর্যস্ত করেছিলেন। তিনি বলেন, “উনি একদিন আমার কাছে এসে কাঁধে হাত রেখে বলছিলেন, তোর পিরিয়ডের কতদিন চলছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকবো চলে আসিস।”

এছাড়া আরও একটি ঘটনায় জাহানারা দাবি করেন, “বিশ্বকাপের কিছু ম্যাচে আমরা যখন লাইনে হ্যান্ডশেক করতাম, তখন তিনি (মনজুরুল) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।”

অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বর্তমানে চীনে থাকা মনজুরুল ইসলাম আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে বলেন, “সবই মিথ্যা। আপনি দলের অন্য মেয়েদের জিজ্ঞাসা করে দেখতে পারেন।”

এই অভিযোগের পর বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, তারা বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে এবং তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে।

আজ শুক্রবার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাংবাদিকদের জানান, সরকারের পক্ষ থেকেও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, “যেহেতু এটি ফৌজদারি অপরাধের আওতাধীন, যদি তিনি আইনি ব্যবস্থা নিতে চান, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।”

ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, “যৌন হয়রানির অভিযোগ নতুন কিছু নয়। দায়িত্বশীল জায়গা থেকে আমাদের নিশ্চিত করতে হবে, যেন কেউ এ ধরনের অপরাধ করে পার না পায়।”

বিসিবির তদন্ত কমিটি ও সরকারি উদ্যোগের পর এখন সবার নজর রয়েছে এই অভিযোগের সত্যতা যাচাই ও পরবর্তী পদক্ষেপের দিকে।


img

ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ব্যাটিং কোচ আশরাফুল

প্রকাশিত :  ১০:০৮, ০৪ ডিসেম্বর ২০২৫

মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দীর্ঘ মেয়াদে নিয়োগ পেতে যাচ্ছেন। ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ দেওয়া হতে পারে তাঁকে। আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল আশরাফুলকে। তাঁর কাজের ধরন ভালো লাগায় জাতীয় দলের সঙ্গে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের কাছে আশরাফুলের নিয়োগ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, “সে জাতীয় দলের সঙ্গে ‘ক্যারি’ করবে।”

কয় বছরের জন্য নিয়োগ দেওয়া হবে, তা বলতে রাজি হননি তিনি। জাতীয় দলের একটি সূত্রে জানা গেছে, আশরাফুলের সঙ্গে নাজমুল আবেদীনের কথা হয়েছে চট্টগ্রামে সিরিজ শেষে। সেখানে আশরাফুলের প্রত্যাশা সম্পর্কে জানতে চেয়েছিলেন তিনি। আলোচনা শেষে উভয় পক্ষ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তির ব্যাপারে সম্মত হয়েছেন বলে জানা গেছে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুলের কোচিং ক্যারিয়ার বেশি দিনের না। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সে মিকি আর্থারের সহকারী ছিলেন তিনি। গ্লোবাল টি২০ টুর্নামেন্টে রংপুরের সহকারী কোচ ছিলেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগের পর এ বছর জাতীয় লিগে বরিশালের প্রধান কোচ ছিলেন।

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও থাকছেন বলে জানান নাজমুল আবেদীন। এদিকে, ৬ ডিসেম্বর থেকে টি২০ এবং ওয়ানডে দলের ব্যাটারদের নিয়ে এক সপ্তাহের ক্যাম্প হবে মিরপুরে। প্রধান কোচ ফিল সিমন্স, সহকারী কোচ সালাউদ্দিন ও ব্যাটিং কোচ আশরাফুল থাকছেন ক্যাম্পে।