img

বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

প্রকাশিত :  ১৬:৪৭, ১৬ অক্টোবর ২০২৫

বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

নারী ওয়ানডে বিশ্বকাপ জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। এরপর টানা তিন হারের তেঁতো স্বাদ পায় টাইগ্রেসরা। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না লাল-সবুজের প্রতিনিধিদের সামনে। এমন ম্যাচে অজিদের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। 

এই জয়ে প্রথম দল হিসেবে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করলো অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ খেলে এখনো অপরাজিত রয়েছে রেকর্ড শিরোপাজয়ীরা। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশাখাপত্নমে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে অজিদের বিপক্ষে টস জিতে আগে ব্যাটি করার সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সোবহানা মোস্তারির ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩২ রান যোগ করেন দুই ওপেনার রুবাইয়া ঝিলিক ও ফারজানা হক। ২৪ বলে মাত্র ৮ রান করে সাজঘরে ফিরে যান ফারজানা। 

এরপর ক্রিজে আসা শারমিনকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন ঝিলিক। দলীয় ৭২ রানে ৫৯ বলে ৪৪ রান করে আউট হন এই ওপেনার। ঝিলিকের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

তবে একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন সোবহানা মোস্তারি। ৮০ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন তিনি। অজিদের পক্ষে অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড ও জর্জিয়া ওয়্যারহাম নেন ২টি করে উইকেট।     

১৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন দুই অজি ওপেনার অ্যালিসা হিলি ও ফোবি লিচফিল্ড। বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন এই দুই ব্যাটার।

তাদের সামনে পাত্তাই পায়নি বাংলাদেশের বোলাররা। টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করতে থাকেন দুই অজি ওপেনার। মারমুখি ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন হিলি। 

তাদের ব্যাটে ভর করে কোনো উইকেট না হারিয়েই ১৫১ বল হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। হিলি ৭৭ বলে ১১৩ ও লিচফিল্ড ৭২ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন। এই হারে সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হলো বাংলাদেশের। 


img

সাড়ে ১০ কোটি টাকা বাজেটে ঢাকায় হবে নারী কাবাডি বিশ্বকাপ

প্রকাশিত :  ১২:০৯, ১৬ অক্টোবর ২০২৫

১০ কোটি ৪৪ লাখ টাকার বিশাল বাজেট নিয়ে প্রথমবারের মতো ঢাকায় আয়োজিত হতে যাচ্ছে আইকেএফ নারী কাবাডি বিশ্বকাপ। ১৪টি দেশের অংশগ্রহণে নিয়ে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে আগামী ১৫-২৫ নভেম্বর হবে এই আয়োজন। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নারী কাবাডি বিশ্বকাপ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। অনুষ্ঠানে টুর্নামেন্টের লোগোও উন্মোচন করা হয়েছে।

অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে সংবাদ সম্মেলনে নারী কাবাডি বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দেওয়া হয়

বিশ্বকাপ আয়োজনের বিশাল বাজেট প্রসঙ্গে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘তারুণ্যর উৎসবের অংশ হিসেবে আমরা বিশ্বকাপ আয়োজন করছি। বিশ্বকাপ আয়োজন যেকোনো দেশের জন্যই মর্যাদার। “বিউটিফুল বাংলাদেশ” ভাবনা নিয়ে আমরা এর সঙ্গে বাংলাদেশ পর্যটন বোর্ডকে সম্পৃক্ত করার চেষ্টা করছি। জাতীয় খেলা হিসেবে আমরা কাবাডিকে সামনে নিতে চাই। এই টুর্নামেন্টের মাধ্যমে ইউরোপের সঙ্গেও আমাদের সম্পর্ক তৈরি হবে।’

এত টাকা খরচ করে বাংলাদেশ এই আয়োজন কেন করবে। এমন প্রশ্নে  এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘টিকিটের সাড়ে তিন কোটি টাকা দেবে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন (আইকেএফ)। আমরা কোনো টাকা নেব না আইকেএফের কাছ থেকে। সরকারের কাছ থেকে পাব ৫ কোটি টাকা। বাকি টাকা স্পনসরের কাছে থেকে নেব। আমরা মনে করি, দেশের কাবাডিতে বিশ্বকাপের একটা ইতিবাচক প্রভাব পড়বে। এ কারণেই এই আয়োজন।’

সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত জানানো হয়

এত বড় আয়োজনে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে বলে জানান জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলামের। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা আন্তঃমন্ত্রণালয় সভা করবো সব বিভাগকে নিয়ে। সশস্ত্র বাহিনীর সাহায্য নেব। ইতিমধ্যে বিভিন্ন টুর্নামেন্টে সশস্ত্র বাহিনীর সহায়তা আমরা নিয়েছি। এ ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে; কারণ, খেলোয়াড়েরা সবাই নারী।’