img

হোয়াটসঅ্যাপ থেকেই দেখা যাবে ফেসবুক প্রোফাইল

প্রকাশিত :  ১২:৪৭, ১৬ অক্টোবর ২০২৫

হোয়াটসঅ্যাপ থেকেই দেখা যাবে ফেসবুক প্রোফাইল

হোয়াটসঅ্যাপে ফোন নম্বরকে কাজে লাগিয়ে একে অপরকে বার্তা, ছবি বা ভিডিও পাঠানো যায়। এছাড়াও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে যেকোনো ব্যক্তির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের খোঁজ পাওয়া যায় ফোন নম্বর ব্যবহার করে। তবে হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ হলেও বন্ধু তালিকায় না থাকা ব্যক্তিরা পরিচিতদের ফেসবুক অ্যাকাউন্ট সম্পর্কে জানতে পারেন না। এ সমস্যা সমাধানে হোয়াটসঅ্যাপের সঙ্গে ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল লিংক যুক্তের সুযোগ চালু করতে যাচ্ছে মেটা। সুবিধাটি চালু হলে হোয়াটসঅ্যাপ প্রোফাইল থেকেই সেই ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টের তথ্য অন্যরা দেখতে পারবেন।

মূলত ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করার একটি উপায় হচ্ছে, যাতে ভুয়া কিংবা প্রতারণামূলক অ্যাকাউন্ট থেকে প্রকৃত ব্যবহারকারীকে আলাদা করা যায়। হোয়াটসঅ্যাপে ফেসবুক প্রোফাইল লিংক যোগ করার এই নতুন ফিচার মেটার প্ল্যাটফর্মগুলোকে আরও সংযুক্ত করে তুলবে। আর আপনি চাইলে এক জায়গা থেকেই নিজেদের পরিচয়, সংযোগ এবং সামাজিক উপস্থিতি সহজে শেয়ার করতে পারবেন।

জানা গেছে, হোয়াটসঅ্যাপের এ ফিচারটি সক্রিয় হলে ব্যবহারকারীরা Settings → Profile → Edit অপশনে গিয়ে নিজেদের Facebook প্রোফাইলের URL যোগ করতে পারবেন। এরপর সেই লিংকটি প্রোফাইলের কনট্যাক্ট ইনফরমেশন অংশে দৃশ্যমান হবে। আপনি চাইলে এক ক্লিকেই সেই লিংকে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির ফেসবুক প্রোফাইলে পৌঁছে যাবেন। এ প্রক্রিয়াটি ইনস্টাগ্রাম লিংক যুক্ত করার মতোই সহজ হবে। এটি নির্ধারণ করতে পারবেন তাদের ফেসবুক লিংক, শুধু কনট্যাক্টস বা কেউই দেখতে পাবে না।

বর্তমানে অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণ (v2.25.29.16) ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। তবে এটি এখনো সবার জন্য উন্মুক্ত করা হয়নি। কিছু ব্যবহারকারীর কাছে পৌঁছানো হবে। আর কিছু বেটা পরীক্ষক ইতোমধ্যে এ সুবিধা পাচ্ছেন, আবার অনেকে এখনো পায়নি।

ফেসবুক লিংক যাচাই করা সম্পূর্ণ ঐচ্ছিক। তবে ব্যবহারকারীরা চাইলে মেটা অ্যাকাউন্ট সেন্টারের মাধ্যমে নিজের ফেসবুক প্রোফাইল যাচাই করতে পারবেন। ভ্যারিফায়েড লিংকের পাশে থাকবে ছোট একটি ফেসবুক আইকন, যা নির্দেশ করবে যে দুই প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট একই ব্যক্তির। অন্যদিকে ভ্যারিফায়েফ লিংকগুলো সাধারণ ইউআরএল আকারে দেখা যাবে।

বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর

img

৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের দ্বারপ্রান্তে অ্যাপল

প্রকাশিত :  ০৯:০৮, ১৫ অক্টোবর ২০২৫

বিনিয়োগকারীদের আস্থার কারণে আইফোন বিক্রির মন্দাভাব কাটিয়ে নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে অ্যাপল। প্রতিষ্ঠানটি বর্তমানে ৩.৮৫ ট্রিলিয়ন মার্কিন ডলার বাজারমূল্যে অবস্থান করছে এবং ৪ ট্রিলিয়ন ডলারের ঐতিহাসিক মাইলফলকের খুব কাছাকাছি।

নভেম্বরের শুরু থেকে অ্যাপলের শেয়ার মূল্য প্রায় ১৬ শতাংশ বেড়েছে, যা কোম্পানির বাজারমূল্যে ৫০০ বিলিয়ন ডলার যোগ করেছে। এই বৃদ্ধির পেছনে রয়েছে এআই প্রযুক্তির মাধ্যমে নতুন আইফোন আপগ্রেডের প্রত্যাশা, যা ‘সুপারসাইকেল’ নামে পরিচিত।

অ্যাপল ইতিমধ্যেই মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া এবং মাইক্রোসফটকে পেছনে ফেলে দিয়েছে। এর আগে, কোম্পানিটি বিভিন্ন সময় এক, দুই এবং তিন ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের মাইলফলক অর্জন করেছিল। যদিও অ্যাপলকে পিলকে এআই কৌশল গ্রহণে কিছুটা ধীরগতি নিয়ে সমালোচনা করা হয়েছে, তবে সম্প্রতি প্রতিষ্ঠানটি জেনারেটিভ এআই প্রযুক্তি, যেমন ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, তাদের ডিভাইস ও অ্যাপ্লিকেশনগুলোর সঙ্গে সংযুক্ত করতে শুরু করেছে। এর ফলে বাজারে প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্যতা বাড়ছে।

বিশ্লেষকদের মতে, ২০২৫ সালে আইফোনের চাহিদা পুনরুদ্ধার হতে পারে। অ্যাপলের শীর্ষস্থানীয় পণ্যগুলোর মধ্যে এআই ফিচার ও জিওগ্রাফিক উপস্থিতি বাড়ানো হলে আইফোনের চাহিদায় ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

অ্যাপল বর্তমানে জার্মানি ও সুইজারল্যান্ডের প্রধান স্টক মার্কেটগুলোর সম্মিলিত বাজারমূল্যের চেয়েও বড়। বিশ্লেষকরা আশা করছেন, ২০২৫ সালে কোম্পানির আয় বৃদ্ধি পাবে এবং এটি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় একটি প্রতিষ্ঠান হিসেবে রয়ে যাবে।

 

বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর