img

বুকে তীব্র ব্যথা, হাসপাতালে এ আর রাহমান

প্রকাশিত :  ০৬:৫৩, ১৬ মার্চ ২০২৫

বুকে তীব্র ব্যথা, হাসপাতালে এ আর রাহমান

অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান হাসপাতালে। আজ রোববার হঠাৎ বুকে ব্যাথা হলে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এ আর রহমানকে চেন্নাইয়ের গ্রিমস রোডের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ দিন সকাল সাড়ে ৭টার দিকে সুরকারকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করা হয় তার।

শেষ খবর অনুযায়ী, অ্যাঞ্জিয়োগ্রাফি করা হয়েছে রহমানের। রাখা হয়েছে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে। তবে অন্য একটি সূত্রমতে, ঘাড়ে ব্যাথা রহমানের। তাই বিদেশ থেকে ফিরে চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান।

এদিকে গেল সপ্তাহে রহমানের সদ্য প্রাক্তন স্ত্রী সায়রা বানুকে হাসপাতালে ভর্তি করা হয়। একটি অস্ত্রোপচার হয় তার। সপ্তাহ না ঘুরতেই বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সুরকার।

গেল বছর সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদ হয় রহমানের। দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। বিষয়টি অনুরাগীদের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল। রহমানও খবরটি জানিয়েছিলেন বুকে পাথর বেঁধে।


img

অপু বিশ্বাস-নুসরাত ফারিয়া-ভাবনাসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

প্রকাশিত :  ১২:৩৭, ২৯ এপ্রিল ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর নামে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয়েছে এসব অভিনয়শিল্পীকে।

মামলার বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানিয়েছেন, সব ধরনের আইনি প্রক্রিয়া মেনেই মামলার কার্যক্রম চলমান রয়েছে।

মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে―সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চার শ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক।

মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে।

মামলায় আসামি করা হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিমসহ ১৭ অভিনয়শিল্পীকে।

এসব আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ জোগান দিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। আন্দোলনে অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লেগে গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।