img

চিত্রকর্মের জন্য শিল্পী বাইস কাদির জাতীয়ভাবে পুরস্কৃত

প্রকাশিত :  ১২:৪২, ২৪ সেপ্টেম্বর ২০২৫

চিত্রকর্মের জন্য শিল্পী বাইস কাদির জাতীয়ভাবে পুরস্কৃত

খ্যাতিমান চিত্রশিল্পী বাইস কাদির চিত্রাংকনে বিশেষ অবদান রাখায় জাতীয়ভাবে স্টার পারফর্মার অ্যাওয়ার্ড পেয়েছেন। গত ১৩ সেপ্টেম্বর ঢাকায় একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন বাংলাদেশ সুিপ্রম কোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা হাশমত আলী।

‘নব উজ্জীবীত বাংলাদেশ সমাজ’ নামের একটি সংস্থার পক্ষ থেকে  এই অনুষ্ঠানে দেশের শিল্পখাতসহ বিভিন্ন পেশার ৭ জন বিশিষ্ট নাগরিককেও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

উল্লেখ্য সিলেটের কুতি সন্তান, দেশের স্বনামধ্যন্য চিত্রশিল্পী বাইস কাদির প্রায় তিন দশক ধরে পেশায় জড়িত আছেন। তাঁর চিত্রকর্ম নিয়ে বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে একক প্রদর্শণী হয়েছে। বিশ্বের বিশ্বের বিভিন্ন গ্যালারীতে তাঁর চিত্রকর্ম  স্থান পেয়েছে এবং পুরস্কৃত হয়েছে। চিত্রশিল্পী বাইস কাদিরের বাড়ি গোলাপগঞ্জের ঢাকাদক্ষিন ইউনিয়নের কানিশাইল গ্রামে।

img

স্বপ্নীল কবি -শাকেরা বেগম শিমু

প্রকাশিত :  ০৮:১৭, ১৮ অক্টোবর ২০২৫

আমি এক স্বপ্নীল কবি,

দু\'চোখে রয়েছে আঁকা মেঘ ও তেপান্তর,

নকশীকাঁথার মাঠছবি,

আমি এক স্বপ্নীল কবি।


কখনোবা সুউচ্চ পাহাড়ের সারি,

দেখে মনে হয় ওখানেই মোর বাড়ি!

সাগরের নীল জল শোঁ শোঁ গর্জনে,

এক অজানা স্নিগ্ধতা ছড়ায় এ মনে।


দু\'নয়ন ভরে দেখি এ ধরার ছবি,

অচেনা অজানা এই স্বপ্নীল কবি।


ভেসে যায় সাদা মেঘ দূরগগণে,

শত ফুল ফোটায় এ মনকাননে।

প্রকৃতি থেকে পান করি অমৃত,

সে ফিরিয়ে দেয় যার কর্ম ও কৃত।


রব করে জীবনের সব মুলতবি,

বলছে এই আনমনা স্বপ্নীল কবি।


হারাতে চায় এ হৃদয় অনেক দূরে,

নীরবতা খাচ্ছে এ মন কুঁড়ে কুঁড়ে।

চাই যেতে হারিয়ে - অজানা সীমানায়,

দিগন্ত যেথা মেশে দূর নীলিমায়।


ভোরে উঁকি দেয় যেথা সোনার ঐ রবি,

সেথায় হারাতে চায় স্বপ্নীল এ কবি।